সখীপুরে হতেয়া গ্রামে তিনটি বাড়ির ১০টি ঘর উচ্ছেদ
টাঙ্গাইলের সখীপুরে হতেয়া মাওলানা পাড়া গ্রামে তিনটি বাড়ির ১০টি ঘর উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সখীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
হাতিবান্ধা ইউনিয়ন ভূমি কার্যালয় সূত্র জানায়, উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের হতেয়া মওলানা পাড়া মৌজার ১ নম্বর খতিয়ানের ১২৫২ নম্বর দাগের ৫০ শতাংশ সরকারি খাস জমি দখল করে ওই এলাকার মালেক মিয়া, জামাল মিয়া ও শাহজাহান মিয়া নামের তিনব্যক্তি ১০টি ঘর নির্মাণ করে। সূত্র জানায়, একটি মামলার প্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের (ভূমি) আদালত বাড়িগুলো উচ্ছেদের নির্দেশ দেন।
উচ্ছেদ হওয়া শাহজাহান মিয়া জানান, ১০০ বছর ধরে ওই জমিতে আমার পূর্ব পুরুষেরা বসতবাড়ি বানিয়ে বাস করছে। ওই একই দাগের খাসজমিতে আরও বাড়িঘর থাকলেও শুধু আমাদের বাড়িই উচ্ছেদ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা বলেন, আদালতের আদেশে আমি অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে খাস জমি দখলমুক্ত করেছি।