সখীপুরে সড়ক দূর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

0 224

সখীপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের সখীপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মতিউর রহমান (৪৮) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ঢাকা-সাগরদিঘী সড়কের কচুয়া দেওয়ান বাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সে উপজেলার কাহারতা মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক। তিনি উপজেলার কচুয়া গ্রামের বাসিন্দা।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমীর হোসেন ও প্রত্যক্ষদর্শীরা টিনিউজকে জানান, সখীপুর থেকে মালবাহী একটি ট্রাক কচুয়া দেওয়ান বাড়ি মোড় এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ওই শিক্ষকের মৃত্যু হয়। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ