সখীপুরে সাত দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে প্রশাসন

0 153

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে সাতটি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার বড়চওনা বাজারের ওইসব দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

জানা গেছে, সরকারি নির্দেশ অমান্য করে উপজেলার কালিয়া ইউনিয়নের বড়চওনা বাজারের তিনটি চায়ের দোকান, দুটি স্টেশনারী ও একটি সেলুনের দোকান খুলে গণজমায়েত সৃষ্টি করে আসছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজার নির্দেশে ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির সমন্বয়কারী ও উপজেলা সমাজসেবা কর্মকর্তাক মনসুর আহম্মেদ ওইসব দোকানে তালা ঝুলিয়ে দেন। ইউএনও আসমাউল হুসনা লিজা বলেন, নির্দেশনা অমান্য করে দোকান খোলার দায়ে ওই সাত দোকানে অনিদিষ্ট কালের জন্য তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ