সখীপুরে সমন্বয়হীন উপজেলা আ’লীগের কমিটি প্রকাশ করায় বিক্ষোভ

77

মোস্তফা কামাল, সখীপুর ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি সমন্বয়হীনভাবে প্রকাশ করার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিক্ষুব্ধরা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার ও সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রবিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্তার চত্বরে সমাবেশ করেন।




দলীয় সূত্রে জানা যায়, সখীপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি সম্মেলনের মাধ্যমে বিগত ২০২১ সালের (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক সমন্বয় করে ত্যাগী ও তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের নাম সম্বলিত উপজেলা আওয়ামী লীগ কমিটি জেলা কমিটির কাছে জমা দেন। কিন্তু জেলা কমিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের সঙ্গে সমন্বয় না করেই উল্লেখিত তারিখে সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হাতে হাতে কমিটির কাগজ উপজেলা শহরে বিলি করে। সমন্বয়হীন ওই কমিটি অনুমোদন দিয়ে প্রকাশ করার কারণেই সখীপুর উপজেলা আওয়ামী লীগে অভ্যন্তরীণ উত্তেজনার সৃষ্টি হয়েছে।




বিক্ষোভ মিছিলে এ সময় স্থানীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের বিরুদ্ধে শ্লোগান দিয়ে প্রতিবাদ জানান। মিছিল শেষে মুক্তার ফোয়ারা চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান বুলবুলের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার ও সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয় বক্তব্য রাখেন।
বক্তব্যে নেতৃবৃন্দ জানায়, সমন্বয়হীন এই কমিটি আমরা প্রত্যাখ্যান করেছি। এই কমিটিতে নেশাখোর-নারীলোভী ও একাধিক হাইব্রিড ব্যক্তিকে রাখা হয়েছে। ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। এমন স্বেচ্ছাচারী কমিটি আমরা মানি না।
বিক্ষোভ মিছিল শেষে মুক্তার ফোয়ারা চত্বরে টায়ার জ্বালিয়ে প্রায় আধা ঘন্টা রাস্তা অবরোধ করে রাখেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। খবর পেয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিমের নেতৃত্বে একদল থানা পুলিশ সদস্য এসে আগুন নিভিয়ে গাড়ি চলাচলে স্বাভাবিক পরিবেশ সৃষ্টি করেন।




এর পরপরই উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদকের সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পক্ষ আরেক পক্ষের দিকে ইট ও কাচের বোতল ছুড়ে মারেন। আবারো প্রশাসনিক হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়। এ সংবাদ লেখা পর্যন্ত উভয় পক্ষের সমর্থকরা আওয়ামী লীগ কার্যালয়ের আশেপাশে অবস্থান করছেন।




ঘোষিত সখীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন যারা, তারা হলেন- সভাপতি শওকত শিকদার, সহসভাপতি এ কে এম আতিকুর রহমান আতোয়ার, রফিক-ই-রাসেল, আজাহারুল ইসলাম, আতিকুর রহমান দুলাল, তাহেরুল ইসলাম ইয়ারুম, আব্দুর সাত্তার, খন্দকার মহিউদ্দিন আজাদ, গোলাম কিবরিয়া বাদল, বিল্লাল শিকদার, সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না, অধ্যাপক নজরুল ইসলাম খান, সাইফুল ইসলাম শামীম।




দপ্তর সম্পাদক নজরুল ইসলাম নবু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আকাশ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অধ্যক্ষ রহিজ উদ্দিন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শেখ চান মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ওয়াজেদ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মওলানা রুহুল আমীন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া সেলিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তামান্না মোহসিন মৌ, মহিলা বিষয়ক সম্পাদক বেবী বাদশা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এম এ গণি।

Comments are closed.

ব্রেকিং নিউজঃ