সখীপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শাখা স্থানান্তরিত

0 149

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা বাজারে অবস্থিত শাহ্জালাল ইসলামী ব্যাংকের শাখা স্থানান্তরিত করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১১ নভেম্বর) দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী। ব্যাংকের টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক আব্দুল খালেকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বড়চওনা বাজার শাখার ব্যবস্থাপক আব্দুল ওয়াদুদ, ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক মাসুম বসুনিয়া, সখীপুর উপজেলার কালিয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসানসহ গ্রাহক, স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিগত ২০০৯ সালের (১৯ নভেম্বর) ব্যাংকের বড়চওনা বাজার শাখার কার্যক্রম শুরু হয়। গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষে সুপরিসর স্থানে শাখাটিকে স্থানান্তর করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ