সখীপুরে মোটর সাইকেল চোর আটক

0 141

সখীপুর সংবাদদাতাঃ টাঙ্গাইলের সখীপুরে রবিবার (১৩ মে) রাতে হাফিজুল ইসলাম জাহিদ (২০) নামে এক মোটর সাইকেল চোরকে জনতা ধাওয়া করে আটক করেছে। জনতার পিটুনিতে আহত হয়ে পড়লে পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পৌরসভার এতিমখানা রোডে এ ঘটনা ঘটে। সে ময়মনসিংহের ফুলবাড়িয়ার কুশমাইল এলাকার শাহাদত মন্ডলের ছেলে
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাতে সখীপুর মনিরা কসমেটিক্সের মালিক আমিনুল ইসলাম তারঁ ১৫০ সিসি একটি পালসার মোটর সাইকেল এতিমখানা রোডে এমদাদ মাস্টারের বাসার কাছে রাখলে কৌশলে তালা ভাঙ্গার সময় কয়েকজন লোক তা দেখে ফেলে। পরে তাকে ধাওয়া করে ধরে গনপিটুনি দিয়ে পুলিশে দেয় জনতা।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম তুহনি আলী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। সোমবার (১৪ মে) দুপুরে আটককৃত হাফিজুলকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ