সখীপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ॥ অপরজনকে কারাদন্ড
আদালত সংবাদদাতা ॥
টাঙ্গাইলে মাদক বিক্রির দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর এক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ জুন) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাহারিয়ার খান ওই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- টাঙ্গাইলের সখীপুর উপজেলার নলুয়া গ্রামের ফজলুল করিমের ছেলে মিজানুর রহমান (২৬) ও মৃত বাবুল মিয়ার ছেলে রাসেল মিয়া (২৯)। এ মামলায় পাভেল মিয়া (২৯) নামে এক ব্যক্তিকে খালাস দিয়েছেন বিচারক। রায় ঘোষণার সময় আসামি মিজানুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের এপিপি জবান হোসেন খান টিনিউজকে জানান, বিগত ২০১৯ সালের (২ জুন) টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) একটি দল সখীপুরের নলুয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় মিজানুর রহমান ও রাসেল মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় মিজানুর রহমানের কাছ থেকে এক হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম হেরোইন এবং রাসেলের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে ডিবির এসআই নুরুজ্জামান সখীপুর থানায় মামলা দায়ের করেন। বিগত ২০১৯ সালের (৩১ জুলাই) তিনজনের বিরুদ্ধে চার্জশীট দেয় পুলিশ।
আসামি মিজানুর রহমানকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত। তাকে আরেকটি ধারায় তিন বছর ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আসামি রাসেল মিয়াকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি পাভেল মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়।