সখীপুরে মহান বিজয় দিবস উদযাপন
সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুরে শনিবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মহান বিজয় দিবস সখীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় পালিত হয়েছে।
এ উপলক্ষে ভোরে কোকিলার পাবর শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ, সকাল নয়টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ-আনসার-ভিডিপি ও বাংলাদেশ স্কাউটস্ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহনে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। দুপুর ১২টায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার পর শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সখীপুর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত শিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, অধ্যক্ষ সাঈদ আজাদ, ভাইস-চেয়ারম্যান ছবুুর রেজা, তাহমিনা পারভীন মিনা প্রমুখ।