সখীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে কাকড়াজান ইউনিয়ন চ্যাম্পিয়ন

122

সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) কাকড়াজান ইউনিয়ন পরিষদ একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে সরকারি মুজিব কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পৌরসভা একাদশকে (১-০) গোলে হারিয়ে কাকড়াজান ইউনিয়ন পরিষদ একাদশ চ্যাম্পিয়ন হয়। উপজেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করে।




খেলা শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল ও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কেবিএম রুহুল আমিন, কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মণ, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ১১টি ইউনিয়ন ফুটবল দল অংশ নেয়।