সখীপুরে বঙ্গবন্ধু ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

0 39

সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুরে উপজেলা পরিষদ ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বিকেলে সখীপুর উপজেলার সৃষ্টি সংঘ মাঠে ক্রিকেট লীগ পর্যায়ের সকল রাউন্ড শেষে উপজেলা রয়েলস্ ও সখীপুর একাদশের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা রয়েলস্’ চ্যাম্পিয়ন হয়েছে।




ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। খেলা উদ্বোধন ছিলেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজানা আলম। বরণ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ সচিব আওলাদ হোসেন, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আমিন শরীফ সুপন।




এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান একে এম আতিকুর রহমান আতোয়ার, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ