সখীপুরে ফাঁসিতে গৃহবধূ সোনিয়ার মৃত্যু

169

স্টাফ রিপোর্টার, সখীপুর ॥
টাঙ্গাইলের সখীপুরে সোনিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূ নিজের থাকার ঘরে গলায় ওড়না পেচিয়ে ফাঁসিতে আত্মহত্যা করেছেন। সোমবার (১৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলার বাসারচালা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনিয়া ওই এলাকার মৃত বাদশা মাস্টারের ছেলে রাকিব হোসেন (২৮) এর স্ত্রী। নিহত সোনিয়া আক্তারের ৬ বছরের একটি কন্যা শিশু এবং ৩ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। স্বামী সন্তান এবং দাদী শাশুড়ীকে নিয়ে একই বাড়িতে বসবাস করত তারা।
স্থানীয় প্রতক্ষ্যদর্শী নিহতের চাচাশ্বশুর আবুল কাশেমন (৫৫) বলেন, বাড়িতে সমাজ সেবা সংগঠন থেকে মাঠ কর্মকর্তা কিস্তির টাকা তুলতে এলে ঘরের দরজা আটকানো দেখে প্রথমে সে আমাকে অবগত করে পরে বিষয় টি আমি সোনিয়ার স্বামীকে বললে সে স্থানীদের সহায়তায় টিনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে।




নিহতের স্বামী রাকিব হোসেন বলেন, আমাদের সাথে কোন ঝগড়া কিংবা মারামারি হয়নি। আমি ঘটনার সময় বাজারে ছিলাম। স্থানীয় আবুল কাশেম (৫৫) চাচা আমাকে খবর দিলে আমি এসে স্থানীদের সাথে নিয়ে দরজার কাছে টিনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে স্ত্রী সোনিয়া আক্তারকে থাকার ঘরে র বারান্দার আড়ার সাথে ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে থাকা অবস্থায় দেখতে পাই। পরে কাঁচি দিয়ে ওড়না কেটে নিচে নামিয়ে সবাই মিলে হাত পা টিপতে থাকি এবং চিকিৎসার জন্য সখীপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় নিকটস্থ আন্দি বাজারের কাছাকাছি এলে সে মারা যায়। পরবর্তীতে আমরা লাশ নিয়ে বাড়ি চলে আসি এবং সখীপুর থানা পুলিশকে অবহিত করি। আমার মাসিক ৪ টি ও সাপ্তাহিক দুইটি কিস্তিসহ মোট ৬টি এনজিওতে কিস্তি রয়েছে।
এ ব্যাপারে সখীপুর থানা তদন্তকারী কর্মকর্তাএস আই নজরুল বলেন, নিহতের মামা রাশিদুল ইসলাম বাদী হয়ে সখীপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করেছে। ইতিমধ্যে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কিস্তির টাকা জোগাড় করতে মানসিক অসুস্থ হয়েই এমন ঘটনা ঘটতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।