সখীপুরে প্রশাসনের উদ্যোগে অনলাইন শপিং চালু
সখীপুর প্রতিনিধি ॥
করোনা ভাইরাস মোকাবেলায় মানুষকে ঘরে রাখতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে টাঙ্গাইলের সখীপুর উপজেলা প্রশাসন। জনগণের সুবিধার্থে চালু করা হলো ‘নিত্য সদাই অনলাইন শপিং’। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মানুষ যাতে ঘরে বসে সহজেই কেনাকাটা করতে পারে এমন ভাবনা থেকে এই সেবাটি চালু করছে উপজেলা প্রশাসন। আগামীকাল বুধবার (৮ এপ্রিল) থেকে ঘরে বসে সেবাটি পাবেন বলে টিনিউজকে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা। সেবাটি ঘরে বসে পেতে ০১৮১৩২০৫৭১৩ ও ০১৮৭১০৩৩৮১৭ হটলাইনে ফোন করতে বলা হয়েছে।
এই নাম্বারে ফোন করলেই ঘরে পৌঁছে দেয়া হবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। এই অনলাইন শপটি কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের মানুষদের দ্বারা পরিচালিত হবে। ঔষধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল পন্য ঘরে বসে এখান থেকে কিনতে পারবে জনসাধারণ। সখিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে টিনিউজকে বলেন, ন্যায্যমূল্যে পন্য ও দ্রব্য সরবরাহ করা হলে মানুষ নিশ্চিন্তে ঘরে থাকবে।
এ বিষয়ে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা টিনিউজকে বলেন, করোনা ভাইরাস মোকাবেলা করতে মানুষকে ঘরে রাখতে এই নিত্য শপিং সেবা চালু করা হয়েছে। সেবাটি বাস্তবায়ন করতে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবীদের সহযোগিতা নেয়া হবে। চাহিদার উপর ভিত্তি করে ইউনিয়ন পর্যায়ে পর্যায়ক্রমে এই অনলাইন শপ চালু করা হবে।