সখীপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

0 196

সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুরে গর্তের পানিতে পড়ে জিহাদ নামের দুই বছরের এক শিশু মারা গেছে। রবিবার (৩১ মে) বিকেলে সখীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সানবান্ধা গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মোবারক হোসেনের ছেলে। এ ঘটনায় শিশুটির পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সখীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান মিল্টন টিনিউজকে জানান, ওই শিশু রবিবার (৩১ মে) বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল। বাড়ির অদূরেই একটি গর্তে বৃষ্টির পানি জমে ছিল। খেলার ছলে সবার অজান্তেই হাঁটতে হাঁটতে ও হামাগুড়ি দিয়ে জমে থাকা পানির গর্তে ওই শিশু পড়ে যায়। শিশুটির মা খুঁজতে খুঁজতে গর্তের পানিতে ভাসতে দেখে চিৎকার করেন। পরে অন্যরা এসে শিশুটিকে উদ্ধার করে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সখীপুর থানার (ওসি তদন্ত) এএইচএম লুৎফুল কবির টিনিউজকে জানান, শিশুটি মৃত্যুর বিষয়ে কেউ থানায় অবগত করেনি।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ