সখীপুরে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত
সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুরে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সখীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, শোক র্যালি, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, হামদ নাত প্রতিযোগিতা, আলোচনা সভা, মসজিদ মন্দিরে দোয়া মাহফিল, কোরআন খতম, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমীন মুকুল, প্রানীসম্পদ কর্মকর্তা সামিউল বাছির, বীরমুক্তিযোদ্ধা এম ও গনি প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে উপজেলা আ.লীগ দোয়া মাহফিল ও উপজেলার সকল ওয়ার্ডে গণভোজের আয়োজন করে। এতে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা লীগ কৃষকলীগ অংশ গ্রহণ করে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানও গনভোজের আয়োজন করে। উপজেলার সকল ইউনিয়ন পরিষদ সকল শিক্ষা প্রতিষ্ঠানেও শোক দিবসে নানা কর্মসূচি পালিত হয়।
এছাড়া দিনব্যাপি নানা কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, উপজেলা আ.লীগের সভাপত্বি শওকত সিকদার, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, প্রফেসর আলীম মাহমুদ, অধ্যক্ষ সাঈদ আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল প্রমুখ অংশ নেন।