সখীপুরে দুই হোটেল ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

0 103

সখীপুর প্রতিনিধি ॥
সখীপুর উপজেলার নলুয়া বাজারে অভিযান চালিয়ে দু’টি হোটেল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ মে) সকালে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম অভিযান চালান।




আদালত সূত্রে জানা যায়, হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকা ঝুলিয়ে না রাখার অপরাধে হোটেল মালিক ফজলুল হককে ১০হাজার ও সুবলচন্দ্র পাল কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া গাভীর দুধের বাজারে অভিযান চালিয়ে বিক্রেতাদের আন্তর্জাতিক মাপে দুধ বিক্রয়ের জন্য সতর্ক বার্তাও দেওয়া হয়। এ সময় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সামিউল বাছির উপস্থিত ছিলেন।




ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকা ঝুলিয়ে না রাখায় দুই হোটেল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ