স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের সখীপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি শহিদুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলার কালিয়া গ্রামের বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের ফজলুল হকের ছেলে।
পুলিশ টিনিউজকে জানায়, শহিদুলের স্ত্রী নার্গিস আক্তার ২০১২ সালে যৌতুক আইনের ৪ ধারায় মামলা করেন। পরে ওই মামলায় আদালত ২০১৫ সালে শহিদুলকে দুই বছরের সাজা দেন। রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ টিনিউজকে বলেন, রোববার গভীর রাতে সাজাপ্রাপ্ত আসামী শহিদুলকে গ্রেফতার করা হয়। আজ সোমবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।