সখীপুরে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের দন্ড॥চারজনের বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করার অভিযোগে নাজিম উদ্দিন(৬০) ও সাইফুল ইসলাম (৩৫) নামের দুইজনকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম এসএম রফিকুল ইসলাম এ দন্ডাদেশ দেন। এ সময় বালি উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার মেশিন জব্দ করে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম এসএম রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে দন্ডপ্রাপ্তরা উপজেলার বংশাই নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছিল। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে পালিয়ে যাওয়া ওই নদীতে অবৈধভাবে বালি উত্তোলন করার দায়ে মিঠু মিয়া (৪০), নজরুল ইসলাম (৪২), রায়হান (৩৫) ও নুরুন্নবী (৪৫) নামের চারজনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।