সখীপুরে তথ্য অধিকার আইন অবহিতকরণ সভা
স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় তথ্য অধিকার আইন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রে তথ্য কমিশনের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) মুহিবুল হোসেইন। এছাড়াও টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা, বোয়ালী কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, প্রথম আলোর সখীপুর প্রতিনিধি ইকবাল গফুর প্রমুখ।