সখীপুরে ড্রাম বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরো ১ জনের মৃত্যু
সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইল সখীপুরে ড্রাম বিস্ফোরণে গুরুতর আহত আল আমিন (১৮) মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২১ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আল আমিন ফুলবাড়িয়া উপজেলার দুলাল মিয়ার ছেলে। সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম আহত আল আমিনের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর শনিবার দুই ভাই গ্লাস হাউস এন্ড হার্ডওয়ার নামক একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের থিনার ভর্তি ড্রামের মুখ আটকে গেলে পার্শ্ববর্তী এস এম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে মুখটি খোলার জন্য নিয়ে গেলে ওই ড্রামের মুখ খোলার সময় তা বিকট শব্দে বিস্ফোরি হয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় ও তিনজন মুমূর্ষ আহত হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে উন্নত চিকিৎসার জন্য ভর্তি হয়।
ওই ঘটনায় নিহত রাজু (৩২) বগা-প্রতিমার তাহের আলীর ছেলে। আহত একই উপজেলার জসিম উদ্দিনের ছেলে ও দুই ভাই গ্লাস হাউস এন্ড হার্ডওয়ার এর মালিক আতিকুল (৪০), এজাক আলীর ছেলে সবুজ (২৬)।