সখীপুরে ট্রাক্টর চাপায় শিক্ষার্থী নিহত ॥ আড়াই লাখ টাকায় মীমাংসা

200

সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুরে ট্রাক্টরের চাপায় এইচএসসি পরীক্ষার্থী এক কলেজছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার সখীপুর-দারিয়াপুর সড়কের কৈয়ামধু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রীর নাম মীম আক্তার (১৮)। তিনি উপজেলার কৈয়ামধু গ্রামের লিটন মিয়ার মেয়ে। সখীপুর আবাসিক মহিলা কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তাঁর।




প্রত্যক্ষদর্শীরা টিনিউজকে জানায়, দাড়িয়াপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে রুবেল ট্রাফি ট্রাক্টর চালিয়ে যাওয়ার সময় মীমকে দেখে ইচ্ছাকৃতভাবে চাপা দেয়। এলাকায় বখাটে হিসেবেও রুবেলের পরিচিতি রয়েছে বলেও স্থানীয় লোকজন জানান। পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যার দিকে মীম ও তাঁর মা সখীপুর-দারিয়াপুর সড়কের কৈয়ামধু এলাকায় সড়কের একপাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দারিয়াপুরগামী একটি ট্রাক্টর মীমকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে আটটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আসিফ টিনিউজকে বলেন, রাতে থানায় বসে ট্রাক্টর মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করে দুইপক্ষের সঙ্গে আপস-মীমাংসা করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম টিনিউজকে বলেন, নিহত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না দেওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।