সখীপুরে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা
সখীপুর প্রতিনিধি ॥
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো টাঙ্গাইলের সখীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে এ দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও পোনামাছ অবমুক্ত করাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সরকারি সাদত কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন মুকুল, মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং মৎস চাষীরা উপস্থিত ছিলেন।