সখীপুরে খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুরে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। সোমবার (৩১ জুলাই) সকালে বড়চওনা-কালিহাতি সড়কের হামিদপুর চৌরাস্তা বাজারে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এ সময় রাস্তার দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত সিকদার, উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, সাবেক মেয়র ছানোয়ার হোসেন সজীব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বাদল, ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন, তারিকুল ইসলাম বিদ্যুৎ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খালেক মাষ্টার প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধনে প্রায় ৫ হাজার লোক অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, গত (২০ জুলাই) চাচা ভাতিজাকে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। ঘটনার ১১ দিন অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনও কোন আসামী গ্রেফতার করতে পারেনি। এ সময় তারা চাঞ্চল্যকর এ হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
সখীপুর থানার (ওসি) রেজাউল করিম বলেন, আসামীদের গ্রেফতার করতে পুলিশের কয়েকটি ইউনিট কাজ করছে। আশা করি খুব দ্রুত ঘটনার মূল রহস্য উদঘাটন হবে।
জানা যায়, গত (২০ জুলাই) রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে চাচা মজনু মিয়া এবং ভাতিজা শাহজালালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।