সখীপুরে আওয়ামীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
সখীপুর প্রতিনিধি//
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অবিভক্ত কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মোঃ কামাল সিকদারের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সখীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাসাইল-সখীপুরের সাবেক জাতীয় সংসদ সদস্য ও সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়।
অন্যান্যদের মধ্যে এসময় বক্তব্য রাখেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা আ’লীগের সাবেক সহ সভাপতি আতিকুর রহমান বুলবুল, সাবেক সদস্য অধ্যক্ষ রেনুবর রহমান, অধ্যক্ষ সাঈদ আজাদ, কালিয়া
ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস শাওন, উপজেলা আ’ লীগের সদস্য মোঃ মোতালেব হোসেন ডিলার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শহীদুল ইসলাম, টাঙ্গাইল জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও সখীপুর বিআরডিবির চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন, সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ শাখ ছাত্র লীগের সাবেক সহ সভাপতি মাঈনুল ইসলাম মুক্তা, ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি মোঃ আঃ আলীম, ছাত্রলীগ নেতা ফারুক খান।
এছাড়াও কর্মীসমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আঃ সাত্তার, সাবেক সহ সভাপতি আজহারুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক ডিএম শরীফুল ইসলাম শফি, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শামীম, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, সখীপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সাথী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল ইসলাম কাজী বাদল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সংস্কৃতি বিষয়ক
সম্পাদক ওয়াজেদ আলী, যাদবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বজলুর রহমান বাবুল, উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আক্কাস, বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম ফৌরদৌস, বহুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম, নব গঠিত ১০ নং বড়চওনা ইউনিয়ন আ’লীগের আহবায়ক আমিনুল ইসলাম, উপজেলা চ্ছাসেবকলীগের
সভাপতি কামরুল হাসান, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবুল, কালিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আতিকুল হক সমীর, কালিয়া ইউনিয়ন ছাত্র লীগের সহ সভাপতি আঃ আলীম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মির্জা শরীফ, সরকারি মুজিব কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সিকদার, সখীপুর পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল সিদ্দিকী, সখীপুর পৌর ছাত্র লীগের সভাপতি সিজারুল ইসলাম সহ প্রমুখ।
কর্মী সমাবেশে কালিয়া ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও কর্মী সমাবেশে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Comments are closed.