সখীপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পরামর্শ সভা অনুষ্ঠিত
সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর জেলা স্বেচ্ছাসেবক সম্মেলন কিভাবে সফল করা যায় সেই লক্ষ্যে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের নকিল বিলে ভাসমান নৌকায় এক মনোরম পরিবশে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্ব করেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম সাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি মার্শাল হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজুল ওয়ারেস প্রমুখ সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুলল হাসান জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন সফল করতে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, জাতির মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধু নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই জাতিরই কিছু কুলাঙ্গার সন্তান পঁচাত্তরের ১৫ আগস্ট তাঁকে সপরিবারে হত্যা করেছে মন্তব্য করে বলেন, পঁচাত্তরের মতো এখনো ষড়যন্ত্র হচ্ছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। কামরুল হাসান বলেন,‘আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে মডেল। এই ধারাবাহিকতা ধরে রাখতে আগামীতে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার বিকল্প নেই।’ আর এটা বাস্তবায়নে স্বেচ্ছাসেবকলীগকে অনেক শ্রম দিতে হবে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।