সখীপুরের সাঁকো তৈরি করে দিলেন আ.লীগ নেতা রাসেল
সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলা ও কালিহাতি উপজেলার মানুষের চলাচলের প্রধান রাস্তার বহেড়াতৈলের একমাত্র ব্রিজটি নির্মাণাধীন। বর্ষায় তলিয়ে গেছে নিচু করে তৈরি চলাচলের বিকল্প রাস্তা। এ অবস্থায় জনগণের ভোগান্তি লাঘবে ওই ব্রিজের পাশে নিজের অর্থায়নে বাঁশের সাঁকো তৈরি করে দিয়েছেন বহেড়াতৈল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. রাসেল রানা। এতে এই সড়কে চলাচলকারী শত শত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হয়েছে।
স্থানীয় সূত্র জানায় সেতু নির্মাণ কাজে ঠিকাদারের সময় ক্ষেপণ করায় সখীপুর ও কালিহাতী উপজেলার একমাত্র চলাচলের সড়কটিতে ভোগান্তিতে পড়েছেন লোকজন। বিকল্প সড়কটি উন্নত ও উঁচু না করায় সেটিও পানিতে তলিয়ে গেছে। বিকল্প সড়ক নির্মাণেও ঠিকাদারের গাফিলতি রয়েছে। বিকল্প সড়কটিও বিকল হওয়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ভুক্তভোগীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতু নির্মাণ কাজ বন্ধ। বিকল্প সড়কের ওপর দুই থেকে আড়াই ফুট পানি। তার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও পণ্যবাহী ট্রাক। জুতা হাতে কোমর সমান পানি ডিঙিয়ে হেঁটে চলাচলা করছে সাধারণ মানুষ। এতে প্রতিদিন অসংখ্য যানবাহন উল্টে পানিতে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। এই পানির ওপর দিয়েই প্রতিদিন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করে থাকে। সেতুর আশপাশ এলাকায় দুটি প্রাথমিক বিদ্যালয়, দুটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দুটি কলেজ ও একটি মাদ্রাসা রয়েছে।
ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি সোহেল রানা বলেন, পানির কারণে সেতুর কাজ বন্ধ আছে আর বিকল্প সড়কটি উচুঁ করে দিবো। কিন্তু পানিতে স্রোত থাকায় সেটিও দেওয়া যাচ্ছে না। সুবিধাজনক সময়ে উঁচু করে দেওয়া হবে।
বহেড়াতৈল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. রাসেল রানা বলেন, বর্ষার পানিতে নির্মাণাধীন সেতুর বিকল্প রাস্তাটিও তলিয়ে যাওয়ায় জনসাধারণ ও শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিলো। জনস্বার্থে কিছু কাজ আমাদের সকলেরই করা উচিত বলে আমি মনে করি। সেই হিসেবে মানুষ যেনো পায়ে হেঁটে হলেও পারাপার হতে পারে সেজন্য আমি নিজ উদ্যোগে একটি বাঁশের সাকো তৈরি করে দিয়েছি। সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।