সখীপুরের চার ইউপিতে নৌকা পেলেন যারা
সখীপুর প্রতিনিধি ।।
টাঙ্গাইলেল সখীপুর উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। শুক্রবার (৯ জুন) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উপজেলার ৫নং হাতীবান্ধা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ, ৬নং কালিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন সাথী, ৯নং হতেয়া রাজাবাড়ি ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, ১০ নং বড়চওনা ইউনিয়নে মো: ইউসুফ আলী ভূইয়া।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।