সকলকে ঐক্যবদ্ধ হয়ে অশুভ শক্তির বিরুদ্ধে রূখে দাড়াতে হবে …প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
স্টাফ রিপোর্টারঃঃ
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বিশিষ্ঠ সাংবাদিক ইববাল সোবহান চৌধুরী বলেছেন, একটি অশুভ শক্তি রাজনীতির নামে দেশে অনেক সন্ত্রাস ও হানাহানী করেছে। সংবাদিকসহ সমাজের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সেই অশুভ শক্তির বিরুদ্ধে রূখে দাড়াতে হবে।
২৩ জানুয়ারী শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যকরি পরিষদের নব-নির্বাচিত কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। বর্তমান সরকার সাংবাদিকতার মান বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছে।
টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে ক্লাবের নব-নির্বাচিত সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি ফজলুর রহমান ফারুক, জেলা প্রশাসক মাহবুব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, টাঙ্গাইল পৌরসভার নব-নির্বাচিত মেয়র জামিলুর রহমান মিরন, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী প্রমুখ।
অনুষ্ঠানে টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যকরি পরিষদের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলদিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে টাঙ্গাইলের সাংবাদিক ছাড়াও বিভিন্ন পেশর লোকজন উপস্থিত ছিলেন।