সংবাদ প্রকাশের পর বাসাইলে বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও

191

আরিফুল ইসলাম, বাসাইল ॥
টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আক্তার রাশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) ‘বাসাইলে বন্যার পানি বিদ্যালয়ে উঠায় শিক্ষার্থীদের পাঠদান বন্ধ’ শিরনামে টিনিউজবিডি.কমসহ বিভিন্ন অনলাইন ও পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে আসে।




বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ে কচুরিপানা থাকায় বিদ্যালয়ে যেতে পারেননি তিনিও । তিনি দেখতে পান ভবনের চারপাশে কচুরিপানা রয়েছে ও বিদ্যালয়ের মেঝেতে পানি ওঠে ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও স্থানীয়দের সাথে তিনি কথা বলেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা আক্তার পপি, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা উপস্থিত ছিলেন।




উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আক্তার বলেন, বিদ্যালয়টি দেখার জন্য গিয়েছিলাম। বাসাইলের রাশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নিচু জমিতে স্থাপন করা হয়েছে। বাসাইল হচ্ছে নিচু ভূমির এলাকা। বিদ্যালয়ের বিষয়টি অবশ্যই দেখছি গুরুত্ব সহকারে। যতটুকু দ্রুত সম্ভব বন্যা আশ্রয়ণ কেন্দ্র ব্যবস্থা করে দেওয়ার জন্য বিদ্যালয়ের জন্য আমরা ডিসি স্যারের মাধ্যমে চিঠি দিয়ে দিবো। যেনো দ্রুত বন্যা আশ্রয়ণ কেন্দ্র করার ব্যবস্থা নিতে পারি আমরা।