সংকেত নাট্যদলের ২১ বছর পদাপর্ণ উপলক্ষ্যে তিন দিনব্যাপী নাট্যোৎসব শুরু
‘টাঙ্গাইলের চলমান সংস্কৃতি আরো বেগবান হোক’-এই শ্লোগানে টাঙ্গাইল সংকেত নাট্যদলের ২১তম বর্ষপূতি আজ। এ উপলক্ষে আজ রবিবার থেকে তিন দিনব্যাপী বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে সংকেত নাট্যদলের ২১ বছর পদাপর্ণ উপলক্ষ্যে তিন দিনব্যাপী নাট্যোৎসব অনুষ্ঠিত হবে।
ঢাকা সেগুনবাগিচায় অনুষ্ঠিত শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত প্রয়াত নাট্য ব্যক্তিত্ব রহমান রক্কু, শহীদ আনাহোলী, ফিরোজ খান স্বরণে তিন দিনব্যাপী নাট্যোৎসবের উদ্ভোধন করবেন বিশিষ্ট নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদ। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারী জেনারেল আকতারুজ্জামান। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংকেত নাট্যদলের প্রতিষ্ঠাতা সভাপতি জাকির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করবেন সংকেত নাট্যদলের সাধারণ সম্পাদক খন্দকার শাকিলুজ্জামান।
আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সুমনা কান্তিলালের রচনায় জাকির হোসেনের নির্দেশনায় সংকেত নাট্যদলের পরিবেশনায় “ফেরা” নাটক মঞ্চায়িত হবে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় মুনীর চৌধুরীর রচনায় ঢাকা আরন্যক নাট্যদলের পরিবেশনায় “কবর” নাটক মঞ্চায়িত হবে।
মঙ্গলবার শেষ দিন সন্ধ্যা সাড়ে ৬টায় সুমীর দাস গুপ্তের রচনায় অনন্ত হীরার নির্দেশনায় ঢাকা শব্দ নাট্যচার্চ কেন্দ্রের পরিবেশনায় “তৃতীয় একজন” নাটক মঞ্চায়িত হবে।