শিশু তোহার চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিলেন আ’লীগ নেতা সানি
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে হার্টের সমস্যা নিয়ে জন্ম নেয়া শিশু আব্দুল তোহার চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মধুমতি ব্যাংকের পরিচালক টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে সংসদ সদস্য প্রার্থী জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য রাফিউর রহমান খান ইউসূফজাই সানি। রোববার তিনি শিশু তোহার চিকিৎসায় হাসপাতালে গিয়ে ২ লাখ ২৫ হাজার টাকা সাহায্য করেন।
তোহা উপজেলার তরফপুর মুন্নীপাড়া গ্রামের নুরুল ইসলাম ও মেহেরুন্নেছা দম্পত্তির ছেলে। তোহা হার্টের দুটি ছিদ্র নিয়ে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ১ বছর ৯ মাস ১৭ দিন বয়সী তোহা জন্মের সময় হার্টের দুটি ছিদ্র, একটি ভাল্ব ছোট ও রগ ফুলা এবং ফুসফুসে রক্তের নালা চিকন নিয়ে জন্ম গ্রহণ করেন। তোহার মা মেহেরুন্নেছা জানান, তোহার জন্মের চার মাস বয়সে শরীরে নানা উপসর্গ দেখা দিতে থাকে। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানান, তার হার্টে চারটি সমস্যা রয়েছে। অসুখের নাম ‘টব’। যত দ্রুত সম্ভব তার অপারেশন করতে হবে। এজন্যে কমপক্ষে ৩ লক্ষ টাকার প্রয়োজন হবে বলে চিকিৎসকগণ জানান। কিন্ত নুরুল ইসলাম দম্পত্তির আর্থিক সমর্থ না থাকায় শিশু সন্তানকে নিয়ে পড়েন বিপাকে। তাদের এই অসহায় অবস্থা দেখে নুরুল ইসলামের প্রতিবেশী অগ্রণী ব্যাংক মির্জাপুর শাখার কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান তার ফেসবুকে পেইজে তোহার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানান। মাহাবুবুর রহমানের আবেদনে সাড়া দিয়ে তোহার চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যার্শী মধুমতি ব্যাংকের পরিচালক ও জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য রাফিউর রহমান খান ইউসূফজাই সানি। তিনি তোহার মায়ের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসার ব্যয় বহনের কথা জানান। এরপরই তোহার চিকিৎসা কার্যক্রম শুরু হয়।
রোববার তোহাকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে ভর্তি করানো হয়েছে। সেখানে তার পরীক্ষা নিরীক্ষার পর অপারেশনের কথা জানান হার্ট ফাউন্ডেশনের প্রফেসর ডা.এম শরিফুজ্জামান। এজন্য প্রাথমিকভাবে ২লাখ ২৫ হাজার টাকা হাসাপতালের একাউন্টে জমা করতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ এবং আরও ৫০ হাজার টাকা হাতে রাখতে বলেন। রাফিউর রহমান ইউসূফজাই সানি সঙ্গে সঙ্গে হাসপাতালের একাউন্টে ওই টাকা জমা করেন। আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে আগামী সপ্তাহের যে কোন দিন তোহার অপারেশন করা হবে বলে প্রফেসর এম শরিফুজ্জামান জানিয়েছেন।
তোহার মা মেহেরুন্নেছা বলেন, শিশু সন্তানের এমন অসহায়ত্ব দেখা কী পরিমান কষ্টের তা একজন মা ছাড়া কেই বুঝবে না। রাফিউর রহমান ইউসূফজাই সানি আমার সন্তানের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তিনি শুধু একটি জীবন রক্ষার ব্যবস্থায় করেননি। তিনি একজন মায়ের আত্মাকে শান্তি দিয়েছেন। আল্লাহ যেন তার মনের আশাও পূরন করেন বলে জানান।
এ ব্যাপারে রাফিউর রহমান ইউসূফজাই সানি বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ছোট অবস্থা থেকে পারিবারিক ভাবেই এই শিক্ষা পেয়েছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন দর্শনও আমাদের এই শিক্ষা দিয়ে থাকে। তিনি তার দলের সমর্থবান প্রতিটি নেতাকে গরীব ও অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান।