শিবপুরে বাস চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

299

imagesস্টাফ রিপোর্টারঃ

টাঙ্গাইলে বাস চাপায় প্রদীপ কুমার সাহা (৩৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত প্রদীপের বাড়ী কালিহাতী পৌর এলাকায়।
এলেঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম জানান, নিহত ওই ব্যক্তি তার শশুর বাড়ী শিবপুর থেকে টাঙ্গাইল যাচ্ছিলেন। এক পর্যায়ে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের শিবপুর এলাকায় উত্তরবঙ্গগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তার মোটর সাইকেলকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ বাসটিকে আটক করতে পারেনি। নিহতের লাশ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।