শিক্ষা সফরে গেছেন বিটেক শিক্ষার্থীরা

249

1বিটেক সংবাদদাতাঃ

বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) শিক্ষার্থীরা শিক্ষা সফরে গেছেন। চার দিনের এ সফরে বিটেক ৬ষ্ঠ ব্যাচের ছাত্র-ছাত্রীরা কক্সবাজার ও সেন্টমার্টিন যাবেন। বিটেক তৃতীয় বর্ষ (৬ষ্ঠ ব্যাচ) এই ট্যুরের আয়োজন করেছে।
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এবং নারিকেল জিঞ্জিরা বলে খ্যাত সেন্টমার্টিনের অপার প্রাকৃতিক সৌন্দর্যকে কাছ থেকে দেখে উপভোগ এবং জ্ঞান অর্জন করাই এই সফরের মূল উদ্দেশ্য।
আয়োজক কমিটি প্রধান শাহজাহান সিরাজ জানান, বুধবার বিকেল সাড়ে ৪টায় বিটেক ক্যাম্পাস থেকে যাত্রা শুরু হয়েছেন। চার দিনব্যাপী এই ভ্রমণে শিক্ষার্থীরা কক্সবাজার ও সেন্টমার্টিনের উল্লেখ্যযোগ্য দর্শনীয় জায়গাসমূহে ঘুরবেন।
সর্বশেষ ১৩ ডিসেম্বর রাতে বন্দর নগরী চট্টগ্রামের রাতের সৌন্দর্য উপভোগ শেষে শিক্ষার্থীরা কক্সবাজার থেকে বিটেক ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।