রমজান উপলক্ষে নাগরপুর বাজার মনিটরিং
নাগরপুর প্রতিনিধি /
রমজান মাস উপলক্ষে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতে মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে টাঙ্গাইল নাগরপুর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে নাগরপুর বাজারে ব্যবসায়ীদের সতর্ক করতে মনিটরিং করা হয়। এসময় ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরন করা হয়।
এ সময় ব্যবসায়ীদের সিন্ডিকেট কিংবা মজুদ করে মূল্য বৃদ্ধি থেকে বিরত থাকতে সতর্ক করার পাশাপাশি মূল্যের তালিকা প্রদর্শন নিশ্চিতে গুরুত্ব আরোপ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষ যেন ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য কিনতে পারেন সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে। সেইসঙ্গে কেউ কোনো সিন্ডিকেট তৈরি কিংবা মজুদ করলে তার বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার কথা নিশ্চিত করেন তিনি।