যৌন হয়রানি নির্মূলকরণ নেটওর্য়াক টাঙ্গাইলের উদ্যোগে রবিবার সকালে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৪ খসড়ার ১৬ নং ধারার বিশেষ বিধান বাতিল করে মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স শর্তহীন ভাবে ১৮ বছর বহাল রাখার দাবিতে টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহাবুব হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যৌন হয়রানি নির্মূলকরণ নেটওর্য়াক টাঙ্গাইলের সভাপতি খান মোহাম¥াদ খালেদ, সহসভাপতি নাজমুস সালেহীন, যুগ্ম সম্পাদক হোসনে আরা বিউটি, সদস্য নিলুফার রহমান, মঞ্জুরানী প্্রামানিক, খন্দকার আমিনা রহমান, জেলা ব্র্যাক প্রতিনিধি মুনীর হুসাইন খান, ব্র্যাক মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিষ্ট উজ্জীমান আক্তার ও জুনিয়র সেক্টর স্পেশালিষ্ট রেশমা খাতুন।