মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীদের মানববন্ধন
স্টাফ রিপোর্টারঃ
ডিপ্লোমা চিকিৎসকের উচ্চ শিক্ষার সুযোগের দাবীতে টাঙ্গাইল জেলা মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীদের মানববন্ধন বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে জেলার ৫শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা দাবী করেন, তাদের উচ্চ শিক্ষার সুযোগ দিতে হবে। শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা চিকিৎসকরা বিভিন্ন স্তরে সৎ, নিষ্ঠা, ও দক্ষতার সাথে সেবা দিয়ে আসছে যার ফলে প্রসুতি মৃত্যু হার সংক্রমক ব্যাধি প্রভুতি উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। কিন্তু ডিপ্লোমা চিকিৎসকদের উচ্চ শিক্ষার পথ রোধ করা হয়েছে দেশের হাজার হাজার ডিপ্লোমা চিকিৎসকদের উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টির দাবী জানান শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ডিপ্লোমা চিকিৎসক পরিষদের সভাপতি সোলায়মান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, এস.এম জুবায়ের, নাছরুল্লাহ আনাস প্রমুখ।