মুজিববর্ষে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে তিন দিনব্যাপী পপুলার লাইফ ইন্সুরেন্স কাপ গলফ টুর্নামেন্ট শনিবার (৪ ডিসেম্বর) শেষ হয়েছে।
সকালে টুর্নামেন্টের সমাপনী দিনের খেলার উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এ সময় টুর্নামেন্টের অয়োজক প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্সুরেন্সের ম্যানিজিং ডাইরেক্টর বি.এম ইউসুফ আলীসহ বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় ঘাটাইল ছাড়াও ঢাকা, সাভার, ময়মনসিংহসহ দেশের অন্যান্য গলফ ক্লাবের ৪৭জন গলফার টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। পরে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।