মির্জাপুর হানাদার মুক্ত দিবস পালিত
স্টাফ রিপোর্টার, মির্জাপুরঃ
শহীদদের স্মরণে মুক্তির মঞ্চে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধা সমাবেশ ও বিজয় র্যালির মধ্যদিয়ে বুধবার (১৩ ডিসেম্বর) টাঙ্গাইলের মির্জাপুরে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিনের প্রথম প্রহরে শহীদদের স্মরণে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. একাব্বর হোসেন এমপির নেতৃত্বে মুক্তিযোদ্ধা জনতা।
পরে বিজয় শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মির্জাপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।