মির্জাপুর শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব নির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বর প্রাঙ্গনে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি। মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. রায়হানুল আলমের সভাপতিত্বে এ সময় অন্যান্যেদের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক মেজর (অব:) আব্দুল হাফিজ, সাবেক সাধারন সম্পাদক মো. মাসুদুর রহমান, প্রধান খোরশেদ আলম ও মো. ইব্রাহিম মিঞা প্রমুখ।
মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ২০১৫-২০১৮ সালের ২৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মাসুদুর রহমান ও সম্পাদক পদে মো. এমরান হোসেন।
এর আগে সমিতির সাবেক সভাপতি মো. রায়হানুল আলম কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান।