মির্জাপুর মসজিদে অনুদান ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন এমপি শুভ
স্টাফ রিপোর্টার ॥
মির্জাপুর পৌরশহরের মসজিদে অনুদান ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন টাঙ্গাইল -৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে পৌরশহরের ৪ নং ওয়ার্ডে অবস্থিত একটি মসজিদে নামাজ আদায় করেন। এ সময় মসজিদের উন্নয়নে ব্যক্তিগত তহবিল থেকে ২ লাখ টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। পরে তিনি সওদাগর পাড়ার নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন।
এ সময় স্থানীয় ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।