মির্জাপুর বহুরিয়া ইউপি চেয়ারম্যানকে সোহরাওয়ার্দীকে সম্মামনা পদক প্রদান

266

Mirzapur-14-12-2015মির্জাপুর প্রতিনিধিঃ
শ্রেষ্ঠ চেয়ারম্যান ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী সম্মাননা পদক পেয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ মিয়া  বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি তাকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন।
গত শুক্রবার ঢাকার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক পানি সম্পদ মন্ত্রী সতীষ চন্দ্র রায়। বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির উপদেষ্টা সাবেক তথ্য সচিব সৈয়দ মারবুব মোর্শেদের সভাপতিত্বে বক্তৃতা করেন বাংলাদেশ মানবাধিকার রিভিউ সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট সাইদুল হক সাইদ সহ প্রমুখ।
বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির মহাসচিব গোলাম রব্বানী বলেন, সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় বহুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অবু সাইদ মিয়াকে সম্মাননা পদক দেয়া হয়েছে। তাছাড়া সারাদেশে আরও ১০ জন ব্যক্তিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী সম্মাননা পদক প্রদান করা হয়েছে বলে তিনি জানান।