মির্জাপুর পৌর শহরের যানজট নিরসনে মতবিনিময় সভা

108

স্টাফ রিপোর্টার।।

টাঙ্গাইলের মির্জাপুর পৌর শহরের যানজট নিরসনের লক্ষে মতবিনিময় সভা হয়েছে। বুধবার (৭ নভেম্বর) সকালে পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় এই সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র সালমা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।

 




এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম, পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি নিরঞ্জন পাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাজহারুল ইসলাম, বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়ন মির্জাপুর শাখার সাধারণ সম্পাদক আলী হোসেন, সহসভাপতি খাদেমুল মাওলা, অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় শহরের যানজটের কারণ নির্ণয়ের লক্ষে মেয়রের নেতৃত্বে বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের নিয়ে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটি আগামী সাত দিনের মধ্যে মাননীয় সংসদ সদস্যের কাছে তাদের সুপারিশ পেশ করবেন। তাদের সুপারিশের প্রেক্ষিত যানজট নিরসনে প্রদক্ষেপ নেয়া হবে বলে জানা গেছে।




Comments are closed.

ব্রেকিং নিউজঃ