মির্জাপুর প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে আন্ধরা শ্বশানঘাট মাঠে এ উপলক্ষে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহাবুবুল আলম সবুজের সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহীদুল ইসলাম মাসুম, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. মাসুম রানা প্রমুখ।
পরে মহাদেব সাহা সভাপতি ও কানাই দে কে সাধারণ সম্পাদক করে পৌরসভার ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়।