মির্জাপুর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠন
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান ও সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান স্বাক্ষরিত দলীয় প্যাডে এই তিন ইউনিটের কমিটি অনুমোদন দেয়া হয়। অনুমোদিত কমিটিতে সেতাব মাহমুদকে আগামী তিন মাসের জন্য উপজেলা ছাত্রলীগের আহবায়ক করা হয়েছে। এছাড়া সাতজন যুগ্ম আহবায়ক এবং ৪১ জনকে সদস্য করা হয়েছে।
সাত যুগ্ম আহবায়ক হলেন শেখ আবদুল্লাহ আল ফাহাদ, ওয়াকিল আহমেদ, শাফি আহমেদ সিমান্ত, মারুফ রহমান, জিহাদ হাসান, শুভ আহমেদ, ফয়সাল সিকদার। একই দিন জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় দুই প্যাডে আগামী এক বছরের মেয়াদের জন্য মির্জাপুর পৌর কমিটিতে শামীম ওসমান শিশিরকে সভাপতি ও আতিকুল ইসলাম আতিককে সাধারণ সম্পাদক এবং শাহরিয়া নাহিদকে সভাপতি ও সায়মন ইসলাম ইফতিকে সাধারণ সম্পাদক করে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ শাখার কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
জানা যায়, গত (১৮ জুন) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান ও সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান স্বাক্ষরিত দলীয় প্যাডে মির্জাপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করেন। এর প্রতিবাদে সদ্য বিদায় কমিটির নেতাকর্মীরা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। কমিটি ঘোষণার চার ঘন্টা পর বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মির্জাপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠনতান্ত্রিক নিয়ম ও বিধি অনুসরণ না হওয়ার কথা উল্লেখ করে বিলুপ্ত ঘোষণা করেন।
এ নিয়ে মির্জাপুরের রাজনৈতিক মহলে নানা-জল্পনা-কল্পনা শুরু হয়। পরে টাঙ্গাইল জেলা ছাত্রলীগ এই তিন ইউনিটে সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত আহবান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেন। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার (৭ জুলাই) এই তিন ইউনিটের কমিটি ঘোষণা করেন জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহানের সঙ্গে কথা হলে সেতাব মাহমুদকে আহবায়ক ও সাতজনকে যুগ্ম আহবায়ক করে তিন মাস মেয়াদী উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি ও এক বছর মেয়াদী পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সম্পাদকের নাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেন।