মির্জাপুর উপজেলা ছাত্রলীগের তিন যুগ্ম আহবায়ককে কারণ দর্শানোর নোটিশ
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির তিন যুগ্ম আহবায়ককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা ছাত্রলীগ। জেলা কমিটির সভাপতি সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের আহবায়কসহ কমিটির অন্যান্য যুগ্ম আহবায়কদের সাথে আলোচনা না করে বিশেষ সভা ও গোড়াই ইউনিয়ন পূর্ব শাখা কমিটি গঠন করায় তাদের কারণ দর্শাতে বলা হয়েছে। যাদের কারণ দর্শাতে বলা হয়েছে তারা হলেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ওয়াকিল আহমেদ, জিহাদ হাসান ও ফয়সাল সিকদার।
বৃহস্পতিবার (২০ জুলাই) জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান ও সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান স্বাক্ষরিত পত্রে আগামী ৭ দিনের মধ্যে জেলায় স্বশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।
পত্রে তাদের বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করা হয়েছে যে জেলা ও উপজেলা ছাত্রলীগের আহবায়কসহ অন্য যুগ্ম আহবায়কদের না জানিয়েছে গত ১৩ জুলাই ছাত্রলীগের বিশেষ সভা করা এবং গত ১৭ জুলাই গোড়াই ইউনিয়ন পূর্ব শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। যা সংগঠনের শৃঙ্খলা বহির্র্ভূত ও গঠনতন্ত্র বিরোধী। এরুপ শৃঙ্খলা বহির্ভূত ও গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ড পরিচালনার কারণে কেন আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না। এ বিষয়ে আগামী ৭ দিনের মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদকের কাছে স্বশরীরে উপস্থিত হয়ে সুস্পষ্ট ও যোক্তিক কারণ দর্শাতে নির্দেশ প্রদান করা হয়েছে। নির্দেশের ব্যতিক্রম হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে লেখা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ওয়াকিল আহমেদের সঙ্গে কথা হলে কারণ দর্শানোর নোটিশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, আগামী ৭ দিনের মধ্যে অবশ্যই কারণ দর্শানো হবে।