মির্জাপুর উপজেলা কর্মচারী কল্যাণ পরিষদের ভবন উদ্বোধন
মির্জাপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কর্মচারী কল্যাণ পরিষদের ভবন মঙ্গলবার সকালে উদ্বোধন করা হয়েছে। এ উপলেক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি জুবদিল খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদ, মির্জাপুর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা শহিদুর রহমান শহীদ, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি নিরঞ্জন পাল, মির্জাপুর উপজেলা সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান মীর শরীফ মাহমুদ, ভাইস চেয়ারম্যান বিপ্লব মাহমুদ উজ্জল, উপজেলা পরিষদের ভাসই চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম মনির, উপজেলা কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আবুল হাসনাত আকন প্রমুখ। পরে অতিথিবৃন্ধ নব নির্মিত ভবনের উদ্বোধন করেন।
এর আগে বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।