মির্জাপুরে ৮ মামলায় সাজাপ্রাপ্ত আসামী রুবেল গ্রেপ্তার

0 116

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ ৮ মামলায় সাজাপ্রাপ্ত আসামী রুবেল সিকদারকে গ্রেপ্তার করেছে। তার নামে ১০টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। মঙ্গলবার (২১ মার্চ) রাতে ব্রাক্ষ্মনবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় তিন বছর ধরে পলাতক ছিল রুবেল। রুবেল সিকদার মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানি পূর্বপাড়া গ্রামের লতিফ সিকদারের ছেলে।




বুধবার (২২ মার্চ) দুপুর দেড়টার দিকে মির্জাপুর থানায় এক প্রেসব্রিফিং করে এই তথ্য জানিয়েছেন অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম। প্রেসব্রিফিংয়ে জানানো হয়, রুবেল সিকদারের নামে চেক জালিয়াতির ১০টি মামলা রয়েছে। এর মধ্যে ৮ মামলায় সাড়ে পাঁচ বছর সাজাপ্রাপ্ত এবং সবকয়টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।




তথ্য প্রযুক্তির মাধ্যমে মির্জাপুর থানা পুলিশ তার অবস্থান নিশ্চিত হন। মঙ্গলবার (২১ মার্চ) রাতে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিনের নেতৃত্বে পুলিশ ব্রাক্ষ্মনবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা সদর এলাকায় অভিযান চালান। রাতেই ওই থানা পুলিশের সহায়তায় প্রতারক রুবেল সিকদারকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২২ মার্চ) গ্রেপ্তারকৃত রুবেল সিকদারকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে বলে অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানিয়েছেন।

 

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ