মির্জাপুরে ২ মেয়রসহ ৪৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন

0 159

10মির্জাপুর প্রতিনিধিঃ
পৌর নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাহাদৎ হোসেন সুমন এবং বিএনপির মনোনীত প্রার্থী পৌর বিএনপির সভাপতি হযরত আরী মিঞা মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৪ জন এবং তিনটি সংরক্ষিত নারী আসনে ৯ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা মির্জাপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার তাজুল ইসলাম মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির ২ জন প্রার্থীসহ কাউন্সিরর পদে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ