স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর থানার চাঞ্চল্যকর হাসান মিয়া (৬২) হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী নিলুফা বেগম এবং আমির হামজাকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার হিজলতলী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব ।
র্যাব-১৪, সিপিসি-৩ কোম্পানীর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানার চাঞ্চল্যকর হাসান মিয়া (৬২) হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী উপজেলার সরিষাদাইর এলাকার মৃত ফালু হাজীর মেয়ে নিলুফা বেগম (৩০) ও ছেলে আমির হামজাকে (৩৫) শুক্রবার (৭ এপ্রিল) সকালে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার হিজলতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসামীদের আদালতে তোলার জন্য মির্জাপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, নিহত হাসান মিয়ার মেয়ে রুবিনা আক্তারের সাথে তার স্বামীর ছোট ভাই সজল মিয়ার জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ ছিল। উক্ত বিরোধের জেরে গত ৩১ মার্চ সকাল ৮টায় মির্জাপুরের সরিষাদাইর এলাকার রুবিনা আক্তারের স্বামীর বাড়িতে গ্রেফতারকৃত আসামীগণসহ আরো ৫/৬ জন মিলে উক্ত ঘটনায় নিহত হাসান মিয়াকে এলোপাথারী কিল, ঘুষি ও লাথি মারলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে দ্রুত মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় নিহত হাসান মিয়ার পুত্র রাকিব মিয়া বাদী হয়ে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।