মির্জাপুরে সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
মির্জাপুর প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দূর্ঘটনায় মো. মাসুদ রানা (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ২৪ জানুয়ারী রোববার দুুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কুর্নী নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার বানাইল ইউনিয়নের দেওড়া গ্রামে। তার পিতার নাম মো. আবু সাঈদ খান। মাসুদ রানা আল আমীন পল্ট্রী ফিড নামে একটি কোম্পানীতে সেলস রিপ্রেজেন্টিভ হিসেবে কর্মরত ছিল বলে জানা গেছে।
পুলিশ জানান, দুপুরে মাসুদ রানা মোটরসাইকেল নিয়ে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হয়ে কুর্নী পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকের চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে।
এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার দে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।