মির্জাপুরে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু
মির্জাপুর প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় অনিতা দত্ত নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। ২১ জানুয়ারী বৃহস্পতিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এ উপজেলা সদরের মির্জাপুর ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অনিতা দত্ত মির্জাপুর পৌর সদরের বাইমহাটী গ্রামের সুমন দত্তের স্ত্রী। সে উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল শহরে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান শেষে শিক্ষিকা অনিতা দত্ত তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে মির্জাপুর আসছিলেন। পথিমধ্যে রাত ১১টার দিকে ওইস্থানে পৌছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা অনিতা দত্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অনিতার স্বামী সুমন আহত হন। পরে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ট্রাকের চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে।